Khoborerchokh logo

বারি’তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল শুভ উদ্বোধন 205 0

Khoborerchokh logo

খবরের সময় ডেস্ক


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চত্বরে আজ ২৭
জানুয়ারি সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর
রাজ্জাক, এমপি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের
মাধ্যমে ম্যুরালের উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সে উপ¯ি’ত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয়
সচিব জনাব মো. নাসিরুজ্জামান এবং মন্ত্রণালয়ের
কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বারি’র মহাপরিচালক
ড. আবুল কালাম আযাদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন বিএআরআই এর
প্রতিষ্ঠাতা পরিচালক ও এমেরিটাস সায়েন্টিস্ট (ঘঅজঝ) ড.
কাজী এম বদরুদ্দোজা স্যার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
প্রাক্তন মহাপরিচালক ও সদস্য, এপিএ এক্সপার্ট-পুল জনাব মো.
হামিদুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
(বিনা) এর মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, গাজীপুর
সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট
মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা পরিষদের মাননীয়
চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট রীনা পারভিন, বারি’র
পরিচালকবৃন্দ, ম্যুরাল কমিটির সদস্যবৃন্দ, বারি’র বিজ্ঞানী ও
কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, বারি বিজ্ঞানী
সমিতি (বারিসা), বারি কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা),
বারি ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি (বারিচা), বারি শ্রমিক
সমিতির প্রতিনিধিবৃন্দ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com